1999 সালে আমার ফুসফুসে পানি জমে যায়। তখন আমি মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের 27 নাম্বার ওয়ার্ডের 27 নাম্বার সিটে ভর্তি ছিলাম। যে কোন রুগির যা কিছু লাগতো আমার বাবা চেষ্টা করতো সহযোগিতা করার জন্য। এমনকি যাদের সাথে পুরুষ থাকতো না ডাঃ তাদের বলতো 27এর আব্বা কে ঢাক দেন। আমার পরোপকারী বাবা আজ থেকে দুই বছর আগে মারা গেছেন। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমীন।
নাটকের কাহিনী দেখে comment করতে বাধ্য হলাম,আসলেই হাসপাতালে রোগীরা আর তার স্বজনদের কষ্ট খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, এইভাবে যদি রোগীরা আর তার স্বজনরা কারো বিনাস্বার্থে সাহায্য পায়,আর doctors গুলো ও যদি সাহায্য করার মনমানসিকতা নিয়ে রোগীর সেবা করে,তাহলে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত হবে❤️
এই প্রথম ডাক্তার আর চিকিৎসাসেবা নিয়ে সঠিক তথ্য নাটকের মধ্যে পেলাম । তথাকথিত প্রেমের প্যানপ্যানানি বাদ দিয়ে অভিনয়সমৃদ্ধ একটা নাটক । প্রত্যেকটা চরিত্রই অসাধারণ । প্রায়ই সবাই প্রাণ দিয়ে অভিনয় করেছেন । নাটক-সংশ্লিষ্ট সকলকেই অভিনন্দন ।
মাঝরাতে নাটকটা দেখলাম, এই প্রথম ডাক্তার আর চিকিৎসা সেবা নিয়ে যে তথ্যনুযায়ী নাটকটি পরিচালনা করেছেন, সবাই খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। সবাইকেই অসংখ্য ধন্যবাদ। প্রেম ট্রেম যায়ঝামেলা পেন পেনানি ছাড়া এতো সুন্দর করে ফুটিয়ে তুলেছে কিছু কিছু যায়গায় কান্না করে দিছি। এমন টাইপের ভালো আরো কাজ চাই ভাই। Thanks Topukhan
তোর কমেন্টে লাইক দিলেই নবীকে ভালোবাসা হবে! তাই না 😡 নবীকে ভালোবাসলে, নবীর কথা এই নাটকের কমেন্ট বক্সে আনতি না 😡😡 নবীকে ভালোবাসা মানি নবীর উপর বেশি বেশি দরুদ পাঠ করা। কর্ম করে খা, ধর্ম বেঁচে না!
যদি এত ভালো মুসলিম হন তাহলে কেন এসব নটক দেখতে আসছেন? এসব থেকে দূরে থাকুন । । দ্বীন এর কাজ করার ইচ্ছে থাকলে আর এসব জায়গায় আমাদের নবী , আল্লাহ, এসব এর নাম এ লাইক নিতেন না , কিছু মুসলিম এর জন্য আমাদের মুসলিম ধর্মের নাম খারাপ হচ্ছে। দয়া করে নামায , রোজা, আমাদের নবী , এইসব এর নাম করে লাইক নেওয়ার চেষ্টা করবেন না এতে আমাদের মুসলিম ধর্মের নাম খারাপ হয়। শুনতে খারাপ লাগলে ও এটাই সত্যি না ভাইয়া এটা আর না বলে থাকতে পারলাম না। বাংলাদেশী যত নাটক দেখি সব নাটক এর কমেন্ট বক্স এ আমাদের হুজুর দের খুঁজে পাই ভাই যদি বলেন আমার কি সমস্যা আসলে আমি ও মুসলিম আমার কোনো সমস্যা নাই But ekta natok dekte aschen dekhen na । Esob vondami korar ki dorkar
যাক, অনেক দিন ধরে এরকম একটা নাটকের খুব খুব আশা করছিলাম, একজন চিকিৎসক হিসেবে!! একটা তথ্য খুবই ভালো লাগলো, ৪/৫ টা ঘটনার জন্য আমরা ডাক্তারের গায়ে হাত তুলি! প্রতিদিন যে লক্ষ লক্ষ রোগী সুস্থ হয়ে নিজের পরিবারের কাছে ফিরে যাচ্ছে, সেজন্য একটা ছোট্ট ধন্যবাদ ও কেউ কোনদিন দেয় না ❤
আমি কয়দিন রাজশাহী মেডিকেল এ ছিলাম,, ডাক্তারদের ব্যবহার তেমন একটা ভালো না,,বাট ওখানে যারা ভর্তি আছে,, যেসব রোগী বা রোগীর সাথে যারা আছে,,, তাদের ব্যবহার এতো সুন্দর মনে হয়,,অনেক আপন আর কতো চেনা,,
এই প্রথম ডাক্তার আর চিকিৎসাসেবা নিয়ে সঠিক তথ্য নাটকের মধ্যে পেলাম। তথাকথিত প্রেমের প্যানপ্যানানি বাদ দিয়ে অভিনয়সমৃদ্ঝ একটি নাটক। প্রত্যেকটা চরিএই অসাধারণ। প্রায়ই সবাই প্রাণ দিয়ে অভিন করেছেন নাটক - সংশ্লিষ্ট সকলকেই অভিনন্দন। 2:44
সত্যিই অসাধারণ একটা নাটক দেখলাম.. যেখানে মানবিকতা.. মনুষ্যত্ব..মায়া ও ভালোবাসা সব একসাথে তুলে ধরছে.. আমাদের জীবন টা এইভাবে সাজানো উচিত..আমরা একে অপরের বিপদে সাহায্য করবো সেইটা হোক রক্তের সম্পর্ক বা অচেনা কেউ.. একটা কথা মনে রাখবেন দিনশেষে আমরা সবাই মানুষ😊♥️
অসাধারণ, অনবদ্য অভিনয়। দিন দিন মানুষ কাজের চাপে শুধু নিজের ক্যারিয়ারের কথা ভেবে একটা যন্ত্র মানবে পরিণত হচ্ছে । মানুষের মধ্যে মনুষ্যত্ববোধের বিলুপ্তি ঘটছে । সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধের একটু খানি সঞ্চার ঘটানোর জন্য এমন নাটক সমাজের বুকে আরো প্রয়োজন। অনেক অনেক ভালোবাসা রইলো জোভান ভাই ও আপুর প্রতি। এমন নাটক যেন আরো দেখতে পাই । ~ ❤ From India
শেষাংশে মৃত মায়ের সাথে কথা বলাটা 😥😥😥😥 আমার মা অসুস্থ, কত করে চাই আমার মা ও যেনো সুস্থ হয়ে আগের মতো করে হাঁসতে পারে। আসলে পৃথিবীতে মায়ের পর তো আর কেউ নাই। আল্লাহ দুনিয়ার সকল অসুস্থ মা গুলোকে সুস্থ করে দাও,মৃত মা গুলোকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন।
সত্যিই নাটকটা দেখে কমেন্ট না করে পারলাম না একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের প্রতি মানুষত্ব মায়া এবং কর্তব্য জিনিসটা কি এবং কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এই নাটকটা না দেখলে সেটা হয়তো এই নাটকটা না দেখলে বুঝতে পারতাম না ধন্যবাদ জোভান ভাই সময়ের সেরা নাটক 💝💝👌
সত্যিই অসাধারণ এই প্রথম ডাক্তার আর চিকিৎসাসেবা নিয়ে সঠিক তথ্য নাটকের মধ্যে পেলাম । তথাকথিত প্রেমের প্যানপ্যানানি বাদ দিয়ে অভিনয়সমৃদ্ধ একটা নাটক । প্রত্যেকটা চরিত্রই অসাধারণ । প্রায়ই সবাই প্রাণ দিয়ে অভিনয় করেছেন । নাটক-সংশ্লিষ্ট সকলকেই অভিনন্দন ।
মমতা ইন্টারেস্টিং অভিনয় ইন্টেলিজেন্ট চরিত্রে সেইরকম অভিনয় প্রিয় পরিচালক তপু খাঁন ভাই আপনার ভালোবাসা মুগ্ধ হলাম ফারহান আহমেদ জোভান ভাই এবং সাদিয়া আয়মান আপু দ্বারা নাটকটি জটিল ভাবে নির্মাণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই 🖤❤️❤️
অসম্ভব সুন্দর একটা নাটক উপভোগ করলাম। চোখের পানি ধরে রাখতে পারলাম না। আসলেই আমাদের চারপাশে অনেক মানুষ আছে কিন্তু বুকে জড়িয়ে কান্না করা বা কষ্ট ভাগ করার মতন একটা মানুষও নেই 😢😢😢
অনেক নাটকই দেখা হয়েছে, আজ পযর্ন্ত কোন নাটক দেখার পর কমেন্ট করিনি। কিন্তু আজকে এই নাটকটা দেখার পর রিয়েকশন না জানিয়ে থাকতে পারলাম না। সত্যিকার অর্থে অসাধারণ একটা নাটক ছিলো। আসলে নাটকের ভিউ বড় কিছুনা , নাটকের কাহিনি মূল বিষয় আর সেই দিকে এই নাটকটা আমার মতে ৯ আউট অফ ১০ পাবে💜
আমি যেখন আম্মাকে হাসপাতালে নিয়ে অনেক দিন থাকতাম আমি মানুষকে নিজ থেকে উপকার করতাম রক্ত মেনেজ করে দিসি নিজে রক্ত দিসি পরীক্ষা করানোর জন্য তাদের নিজ থেকে দৌড়ি করছি গ্রামের মানুষের কেও বেশি অসুস্থ হলে আমাকে সাথে নিয়ে ঢাকাতে আসতো কারণ আমি ৪ বছরের আমার মা বাবা নানাদের নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতাম কারণ আমি জানতাম কোথাই কি চিকিৎসা হয় মানুষ সেবা করতে পারলে আমি সবচেয়ে খুশি হতাম প্রবাসে এসে মানুষের সেবা করাটা মিস করি
সুস্থতা যে আল্লাহর কতো বড় নিয়ামত তা অসুস্থ হলেই বুঝা যায় জোভান ভাইয়ের অভিনয় একদম নিখুঁত I আর নাটকের গল্প টাও অনেক সুন্দর | শেষের মুহূর্ত টা চোখে পানি আসার মতো I আসলে যার হারায় সে বুঝে হারানো মানুষের জন্য কতটা কষ্ট লাগে ।
Purota natok dekhlam, kanna korlam...dua korlam oi shokol dr der jonno, dua korlam sob rugider jonno...❤ valo laglo puro production team er eto jotno shohokare toiri kajer jonno...best of luck to everyone... ❤
খুবই শিক্ষামূলক একটি নাটক। শুধু এই একটা নাটক থেকে আমরা যা যা শিখলাম। 1) কিভাবে মা-বাবাকে খেদমত করতে হয়। 2) অন্যদেরকে সাহায্য করার জন্য উৎসাহিত পেলাম। 3) স্বামী-স্ত্রীর একে অপরের ভালোবাসা। বিপদের সময় ও পাশে থাকা। 4) ডাক্তারদের সম্পর্কে ভুল ধারণা। 5) হাসপাতালে দালালি না করা। আমার সাথে কে কে একমত ?
সাদিয়া আপু একজন টেকনিক্যালি মেয়ে এবং সে কিছু মানুষ সহজ বুঝিয়ে দিতে পারে কারণ আমার সাদিয়া আপু একজন মূল্যবান অভিনেত্রী আমার এক সমুদ্র ভালোবাসি সাদিয়া আপুকে আমি ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আল্লাহ পাক এর দেয়া নেয়ামতের সবচেয়ে শ্রেষ্ট নেয়ামত হচ্ছে সুস্থ একটা শরীর।অসাধারণ নাটকটি।অসাধারণ অভিনয় সবার।আমাকে অনেক আবেগি করে তোলেছিলো।ধন্যবাদ লেখক, পরিচালক কলাকুশলী সকলকে।
1999 সালে আমার ফুসফুসে পানি জমে যায়। তখন আমি মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের 27 নাম্বার ওয়ার্ডের 27 নাম্বার সিটে ভর্তি ছিলাম। যে কোন রুগির যা কিছু লাগতো আমার বাবা চেষ্টা করতো সহযোগিতা করার জন্য। এমনকি যাদের সাথে পুরুষ থাকতো না ডাঃ তাদের বলতো 27এর আব্বা কে ঢাক দেন। আমার পরোপকারী বাবা আজ থেকে দুই বছর আগে মারা গেছেন। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমীন।
Amin
আমিন
আল্লাহ যেনো আপনার আব্বু কে জান্নাত এর উচ্চ মাকান দান করেন
আমিন
Amin
নাটকের কাহিনী দেখে comment করতে বাধ্য হলাম,আসলেই হাসপাতালে রোগীরা আর তার স্বজনদের কষ্ট খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, এইভাবে যদি রোগীরা আর তার স্বজনরা কারো বিনাস্বার্থে সাহায্য পায়,আর doctors গুলো ও যদি সাহায্য করার মনমানসিকতা নিয়ে রোগীর সেবা করে,তাহলে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত হবে❤️
এই প্রথম ডাক্তার আর চিকিৎসাসেবা নিয়ে সঠিক তথ্য নাটকের মধ্যে পেলাম ।
তথাকথিত প্রেমের প্যানপ্যানানি বাদ দিয়ে অভিনয়সমৃদ্ধ একটা নাটক ।
প্রত্যেকটা চরিত্রই অসাধারণ । প্রায়ই সবাই প্রাণ দিয়ে অভিনয় করেছেন ।
নাটক-সংশ্লিষ্ট সকলকেই অভিনন্দন ।
Thanks
Good one
মাঝরাতে নাটকটা দেখলাম, এই প্রথম ডাক্তার আর চিকিৎসা সেবা নিয়ে যে তথ্যনুযায়ী নাটকটি পরিচালনা করেছেন, সবাই খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। সবাইকেই অসংখ্য ধন্যবাদ। প্রেম ট্রেম যায়ঝামেলা পেন পেনানি ছাড়া এতো সুন্দর করে ফুটিয়ে তুলেছে কিছু কিছু যায়গায় কান্না করে দিছি।
এমন টাইপের ভালো আরো কাজ চাই ভাই। Thanks Topukhan
কত সুন্দর একটা নাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ❤❤❤
কেমন আছেন
@@Md.MosharrafHossain-n9z alhamdulillah
নাইছ
তোর কমেন্টে লাইক দিলেই নবীকে ভালোবাসা হবে! তাই না 😡 নবীকে ভালোবাসলে, নবীর কথা এই নাটকের কমেন্ট বক্সে আনতি না 😡😡 নবীকে ভালোবাসা মানি নবীর উপর বেশি বেশি দরুদ পাঠ করা। কর্ম করে খা, ধর্ম বেঁচে না!
যদি এত ভালো মুসলিম হন তাহলে কেন এসব নটক দেখতে আসছেন?
এসব থেকে দূরে থাকুন ।
। দ্বীন এর কাজ করার ইচ্ছে থাকলে আর এসব জায়গায় আমাদের নবী , আল্লাহ, এসব এর নাম এ লাইক নিতেন না ,
কিছু মুসলিম এর জন্য আমাদের মুসলিম ধর্মের নাম খারাপ হচ্ছে।
দয়া করে নামায , রোজা, আমাদের নবী , এইসব এর নাম করে লাইক নেওয়ার চেষ্টা করবেন না এতে আমাদের মুসলিম ধর্মের নাম খারাপ হয়।
শুনতে খারাপ লাগলে ও এটাই সত্যি
না ভাইয়া এটা আর না বলে থাকতে পারলাম না।
বাংলাদেশী যত নাটক দেখি সব নাটক এর কমেন্ট বক্স এ আমাদের হুজুর দের খুঁজে পাই
ভাই যদি বলেন আমার কি সমস্যা আসলে আমি ও মুসলিম আমার কোনো সমস্যা নাই
But ekta natok dekte aschen dekhen na ।
Esob vondami korar ki dorkar
মানবিকতা, মনুষ্যত্ব, মায়া ও ভালোবাসা সবই ফুটে উঠেছে।
অসম্ভব সুন্দর!
Onk sondor
যাক, অনেক দিন ধরে এরকম একটা নাটকের খুব খুব আশা করছিলাম, একজন চিকিৎসক হিসেবে!!
একটা তথ্য খুবই ভালো লাগলো, ৪/৫ টা ঘটনার জন্য আমরা ডাক্তারের গায়ে হাত তুলি! প্রতিদিন যে লক্ষ লক্ষ রোগী সুস্থ হয়ে নিজের পরিবারের কাছে ফিরে যাচ্ছে, সেজন্য একটা ছোট্ট ধন্যবাদ ও কেউ কোনদিন দেয় না ❤
কিছু কিছু অভিনয় আর কিছু কিছু গল্প মনে দাগ কেটে যায়। অভিনন্দন সবার জন্য যারা এতো সুন্দর গল্প ভিজোলাইজেশন করেছে ❤
আমি কয়দিন রাজশাহী মেডিকেল এ ছিলাম,, ডাক্তারদের ব্যবহার তেমন একটা ভালো না,,বাট ওখানে যারা ভর্তি আছে,, যেসব রোগী বা রোগীর সাথে যারা আছে,,, তাদের ব্যবহার এতো সুন্দর মনে হয়,,অনেক আপন আর কতো চেনা,,
শেষাংশে মৃত মায়ের সাথে বলা কথা গুলো হৃদয় ছোঁয়া ছিলো
অসাধারণ একটি নাটক 🇧🇩 সময় নষ্ট হয়নি। সত্যি সুস্থতা আল্লাহ অনেক বড় নেয়ামত ❤
আবারও জোবান ভাইয়ের ও সাদিয়া আয়মান সেরা একটি নাটক মমতা যা খুব অসাধারণ ❤️❤️❤️🥀🥀
And Thank you
এই প্রথম ডাক্তার আর চিকিৎসাসেবা নিয়ে সঠিক তথ্য নাটকের মধ্যে পেলাম। তথাকথিত প্রেমের প্যানপ্যানানি বাদ দিয়ে অভিনয়সমৃদ্ঝ একটি নাটক। প্রত্যেকটা চরিএই অসাধারণ। প্রায়ই সবাই প্রাণ দিয়ে অভিন করেছেন নাটক - সংশ্লিষ্ট সকলকেই অভিনন্দন। 2:44
নাটকটা অসাধারন ছিলো। এমন নাটকই তো আমরা সবসময় চাই ❤️❤️❤️
জোভান ভাই আর সাদিয়া আয়মানের নাটকগুলো সত্যি অনেক সুন্দর হয়❤
অসাধারণ একটা নাটক সৌদি আরব থেকে দেখছেন লাইক দিন
😂😂😂
দুবাই থেকে আমি
অনেকদিন পর। একটা গল্প নির্ভর নাটক দেখলাম। মানুষের মধ্যে একটা নেতিবাচক। ধারণা বদলে যাবে। ধন্যবাদ পরিচালক কে। এত সুন্দর একটা নাটক। উপহার দেওয়ার জন্য।
Thanks
অসাধারণ একটি নাটক ❤
Hi
সত্যিই অসাধারণ একটা নাটক দেখলাম.. যেখানে মানবিকতা.. মনুষ্যত্ব..মায়া ও ভালোবাসা সব একসাথে তুলে ধরছে.. আমাদের জীবন টা এইভাবে সাজানো উচিত..আমরা একে অপরের বিপদে সাহায্য করবো সেইটা হোক রক্তের সম্পর্ক বা অচেনা কেউ.. একটা কথা মনে রাখবেন দিনশেষে আমরা সবাই মানুষ😊♥️
❤❤❤অসম্ভব সুন্দর কাহিনিসমৃদ্ধ নাটক।।।
এক কথায় অসাধারণ, নাটকে মায়া, মমতা, মানবিকতা এবং ভালো বাসা সব কিছু ফুটিয়ে তোলা হয়েছে। ধন্যবাদ পরিচালনা টিমকে।
ভাই অসাধারণ একটি নাটক।।মন ছুঁয়ে গেলো।❤
অনেক দিন পরে একটা সুন্দর নাটক দেখলাম!!
সাথে তপু খান ভাইয়ার ডিরেকশন জাস্ট ওসাম ❤❤
এমন নাটক আরো দেখতে চাই!!
এত ভাল ভাল লাগলো..
এক কথায় দারুন,পুরো টিম তাদের পুরো ইমোশন দিয়ে অভিনয় করে হাসপাতালের রোগী, ডাক্তার, স্বজন সকল চরিত্র ফুটে তুলেছে,সত্যি অসাধারণ
জোভান ভাই এন্ড সাদিয়া আপুর অভিনয় খুবই ভালো লেগেছে ❤💟
তাদের জুটিগত কাজ আমার কাছে অনেক ভালো লাগে ❤❤
অসাধারণ, অনবদ্য অভিনয়। দিন দিন মানুষ কাজের চাপে শুধু নিজের ক্যারিয়ারের কথা ভেবে একটা যন্ত্র মানবে পরিণত হচ্ছে । মানুষের মধ্যে মনুষ্যত্ববোধের বিলুপ্তি ঘটছে । সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধের একটু খানি সঞ্চার ঘটানোর জন্য এমন নাটক সমাজের বুকে আরো প্রয়োজন।
অনেক অনেক ভালোবাসা রইলো জোভান ভাই ও আপুর প্রতি। এমন নাটক যেন আরো দেখতে পাই ।
~ ❤ From India
2024 এর সেরা নাটক। সেরা অভিনেতা জোভান।
অনেক দিন পর একটা নাটক দেখলাম শুরু থেকে শেষ অসাধারণ মিল ছিলো।
শেষাংশে মৃত মায়ের সাথে কথা বলাটা 😥😥😥😥
আমার মা অসুস্থ, কত করে চাই আমার মা ও যেনো সুস্থ হয়ে আগের মতো করে হাঁসতে পারে।
আসলে পৃথিবীতে মায়ের পর তো আর কেউ নাই।
আল্লাহ দুনিয়ার সকল অসুস্থ মা গুলোকে সুস্থ করে দাও,মৃত মা গুলোকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন।
মানবিকতা, মায়া আর পরোপকারী মানুষগুলো সবার মনে ভালোবাসায় সিক্ত থাকেন ❤❤শিক্ষনীয় একটা নাটক❤
সত্যিই নাটকটা দেখে কমেন্ট না করে পারলাম না একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের প্রতি মানুষত্ব মায়া এবং কর্তব্য জিনিসটা কি এবং কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এই নাটকটা না দেখলে সেটা হয়তো এই নাটকটা না দেখলে বুঝতে পারতাম না ধন্যবাদ জোভান ভাই সময়ের সেরা নাটক 💝💝👌
Best drama of the year❣️❣️
আহ্ মায়া এক অদ্ভুত জিনিস😭😭
সত্যিই অসাধারণ
এই প্রথম ডাক্তার আর চিকিৎসাসেবা নিয়ে সঠিক তথ্য নাটকের মধ্যে পেলাম ।
তথাকথিত প্রেমের প্যানপ্যানানি বাদ দিয়ে অভিনয়সমৃদ্ধ একটা নাটক ।
প্রত্যেকটা চরিত্রই অসাধারণ । প্রায়ই সবাই প্রাণ দিয়ে অভিনয় করেছেন ।
নাটক-সংশ্লিষ্ট সকলকেই অভিনন্দন ।
মমতা ইন্টারেস্টিং অভিনয় ইন্টেলিজেন্ট চরিত্রে সেইরকম অভিনয় প্রিয় পরিচালক তপু খাঁন ভাই আপনার ভালোবাসা মুগ্ধ হলাম ফারহান আহমেদ জোভান ভাই এবং সাদিয়া আয়মান আপু দ্বারা নাটকটি জটিল ভাবে নির্মাণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই 🖤❤️❤️
অনেক অনেক সুন্দর হইছে চোখের পানি ধরে রাখতে পারিনি জোবান ভাইয়ার নাটক আমার অনেক ভালো লাগে
এই দুনিয়াটা ইকটু বড়োই অদ্ভুত,,মা ছাড়া এই দুনিয়া অচল.. Love you my Mother ❤
অনেক সুন্দর। এই নাটক থেকে কিছু শিখবার আছে।
অসম্ভব সুন্দর একটা নাটক উপভোগ করলাম। চোখের পানি ধরে রাখতে পারলাম না। আসলেই আমাদের চারপাশে অনেক মানুষ আছে কিন্তু বুকে জড়িয়ে কান্না করা বা কষ্ট ভাগ করার মতন একটা মানুষও নেই 😢😢😢
আমার দেখা অসাধারণ ও দারুন একটি শিক্ষণীয় গল্প দেখলাম ❤❤❤
আমার কাছে খুবই ভালো লেগেছে 😊
সকলের অভিনয় দেখে মুগ্ধ হলাম।বিশেষ করে তারিক স্বপনের অভিনয় দেখে চোখে জল চলে আসছিলো।
সেই হয়েছে। আসলে প্রকৃত স্বামী কখন স্ত্রীর অসুস্থতায় পালিয়ে যায় নাহ্ পাশে থাকে
Sirajganj ar mal tarek sopon
সত্যিই সবকিছু যে এতো সুন্দরভাবে ফুটিয়ে তুলছে।হ্নদয়টা সত্যিই ভরে গেছে 🌼
গল্পটার জন্য ধন্যবাদ।পুরো ভিন্নধর্মী একটা নাটক।সংলাপ গুলো সাবলীল,আবেগী।
Anek valo laglo ti. Darun acting. Love from India
দারুণ একটা নাটক। অনেকবার মনের অজান্তে চোখের জল ঝরেছে।
অসম্ভব সুন্দর হইছে,,,
মা শিক্ষিত না হলেও
মায়ের দেয়া শিক্ষা কখনো ছোট হয় না ❤
বাংলাদেশের 45 মিনিটের নাটকে যা দেখান 😊 তা ইন্ডিয়ার স্টার জলসা সিরিয়ালে ৫০ বছরেও দেখাতে পারবে না 😊 একমত হলে লাইক দেন _🌸💙❤💚
এই নাটকটির অপেক্ষায় কারা ছিলেন যোভান ভাইয়ের নাটক মানে অসাধারণ
আমার দেখা সেরা একটি নাটক, মনুষ্যত্ব মায়া,ভালোবাসা, পরিপূর্ণ 💚😊
অনেক নাটকই দেখা হয়েছে, আজ পযর্ন্ত কোন নাটক দেখার পর কমেন্ট করিনি। কিন্তু আজকে এই নাটকটা দেখার পর রিয়েকশন না জানিয়ে থাকতে পারলাম না। সত্যিকার অর্থে অসাধারণ একটা নাটক ছিলো। আসলে নাটকের ভিউ বড় কিছুনা , নাটকের কাহিনি মূল বিষয় আর সেই দিকে এই নাটকটা আমার মতে ৯ আউট অফ ১০ পাবে💜
48:31 মা আমারে একটা সুযোগ দেও মা আমি তোমার হাত পা টিপে দিমু অনেক আদর করমু। 😢😢
চোখের কোণে অজান্তেই পানি চলে আসে
Great job sadia❤
আমার এই ছোট জীবনে অনেক নাটক দেখেছি। এই নাটকের গল্প কাহিনী অনেক সুন্দর। আমার অন্তর টা শীতল হয়ে গেছে। সুবাহানাল্লাহ।
19:35 সজলের টা হবে না ও উল্টাপাল্টা জিনিস খায় এটা সেই ছিল😂
আমি যেখন আম্মাকে হাসপাতালে নিয়ে অনেক দিন থাকতাম আমি মানুষকে নিজ থেকে উপকার করতাম রক্ত মেনেজ করে দিসি নিজে রক্ত দিসি পরীক্ষা করানোর জন্য তাদের নিজ থেকে দৌড়ি করছি গ্রামের মানুষের কেও বেশি অসুস্থ হলে আমাকে সাথে নিয়ে ঢাকাতে আসতো কারণ আমি ৪ বছরের আমার মা বাবা নানাদের নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতাম কারণ আমি জানতাম কোথাই কি চিকিৎসা হয় মানুষ সেবা করতে পারলে আমি সবচেয়ে খুশি হতাম প্রবাসে এসে মানুষের সেবা করাটা মিস করি
ভাই এতো সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য ধন্যবাদ
এই নাটকটা দেখে আমার আঠার সালের মে মাসের কথা মনে পরে গেল।
মানুষের সেবা করার মতো শান্তি আর কোন কিছু তে নেই।
অসাধারণ একটা নাটক আরো দেখতে চাই নতুন কিছু 🎉🎉❤
লাষ্টের কিছু দৃশ্য আব্বার মৃত্যুটা মনে করিয়ে দিল।আমি গিয়ে আম্মুকে জড়িয়ে কাঁদতে পেরেছিলাম 😢😢😢😢😢😢
আসলেই। নাটক টা।অনেক। সুন্দর। হয়েছে। জোভান। ভাই। অসাধারণ। হয়েছে। সাদিয়া। আপু।ভালো। করেছে
অসাধারন দৃশ্যের ঘটনা
অনেক দিন থেকে অনেক নাটক দেখি ,,এটা খুবই অসাধারণ লেগেছে ,, কেউ লাইক করলে আবার দেখতে আসবো
Khub valo
নাটক চালিয়ে কমেন্ট পড়া লোক গুলো দেখতে চাই
Ami
Achi
খুব সুন্দর একটা নাটক । ছোট ছোট সিনগুলো এত এত প্রাণবন্ত আর মর্মস্পর্শি যে চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে ধন্যবাদ পরিচালক আর সকলকে
সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ❤❤
খুব সুন্দর লেগেছে নাটকটা❤️🥰
ধন্যবাদ পরিচালক সহ সকলে সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য।
সুস্থতা যে আল্লাহর কতো বড় নিয়ামত তা অসুস্থ হলেই বুঝা যায়
জোভান ভাইয়ের অভিনয় একদম নিখুঁত I আর নাটকের গল্প টাও অনেক সুন্দর | শেষের মুহূর্ত টা চোখে পানি আসার মতো I আসলে যার হারায় সে বুঝে হারানো মানুষের জন্য কতটা কষ্ট লাগে ।
বলার ভাষা নেই,,,, কি বলে কমেন্ট করব,,,,,, অসাধারণ,,, ❤️🖤
শিক্ষা মূলক নাটক। নৈতিক অবস্থানে আছে। জোভান ইজ,,,,,
আহ্! নাটকটি হৃদয় ছুঁয়ে গেল 😢
Oshadaron 1 ta natok deklam❤❤
- প্রতিটি অভিনয় শিল্পী খুব দারুণ অভিনয় করেছে,, খুবই সৃজনশীল এবং সুন্দর ঘটনা অবলম্বনে নাটক তৈরী করার জন্য ডিরেক্টর ভাই অবশ্য প্রশ্নংসার দাবিদার 🌸🤝
জোভান ভাইয়ার প্রত্যেকটা নাটক আমার ভালো লাগে
Purota natok dekhlam, kanna korlam...dua korlam oi shokol dr der jonno, dua korlam sob rugider jonno...❤ valo laglo puro production team er eto jotno shohokare toiri kajer jonno...best of luck to everyone... ❤
বাংলাদেশের নাটকগুলো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা -মায়া শেখায় ✌✌❤
Bangladesh এর নাটক 4 টা বিয়ে ও শেখায়
আর ভারতের নাটকে বিচ্ছেদ শেখায়
New York to the city
অসাধারণ সুন্দর একটা নাটক ❤️❤️
অনেক অনেক সুন্দর একটা নাটক ❤❤
ভালো নাটক।
এসব নাটক বেশি হওয়া উচিত।
সবার অভিনয় ভালো ছিল।
৮/১০
শিক্ষা মূলক নাটক। নৈতিক অবস্থানে আছে/Best natck watching ever my life
আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে।
দোয়া করি আল্লাহ যেন সকল অসুস্থ রোগীরদের ভালো করে দেন।
এই জুটির ফ্যানরা লাইক দিয়ে সাড়া দিন। খুব সুন্দর একটা নাটক হয়েছে❤❤
খুবই শিক্ষামূলক একটি নাটক। শুধু এই একটা নাটক থেকে আমরা যা যা শিখলাম।
1) কিভাবে মা-বাবাকে খেদমত করতে হয়।
2) অন্যদেরকে সাহায্য করার জন্য উৎসাহিত পেলাম।
3) স্বামী-স্ত্রীর একে অপরের ভালোবাসা। বিপদের সময় ও পাশে থাকা।
4) ডাক্তারদের সম্পর্কে ভুল ধারণা।
5) হাসপাতালে দালালি না করা।
আমার সাথে কে কে একমত ?
তপু ভাই কে অনেক ধন্যবাদ সুন্দর নাটক উপহার দিছেন।
Sundor hoise oneeek❤
অপেক্ষায় ছিলাম
মানবিকতা, মায়া ও ভালোবাসা ফুটে উঠেছে❤
এককথায় অসাধারণ 💥❤️
অসাধারণ নাটক ❤love from Assam 🇮🇳
সাদিয়া আপু একজন টেকনিক্যালি মেয়ে এবং সে কিছু মানুষ সহজ বুঝিয়ে দিতে পারে কারণ আমার সাদিয়া আপু একজন মূল্যবান অভিনেত্রী আমার এক সমুদ্র ভালোবাসি সাদিয়া আপুকে আমি ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
এক কথায় বলতে গেলে জাতীয় পুরষ্কার পাওয়ার মত একটা নাটক 😢❤
অসাধারণ গল্প 🙏
প্রকৃত অর্থেই তারা সুখী, যারা অন্যের বিপদে আপদে এগিয়ে আসে।
গফুরের স্ত্রীর প্রতি ভালোবাসার প্রকাশ অসাধারণ ছিল,অনেক টাচি ছিল সিনটা ❤।
আল্লাহ পাক এর দেয়া নেয়ামতের সবচেয়ে শ্রেষ্ট নেয়ামত হচ্ছে সুস্থ একটা শরীর।অসাধারণ নাটকটি।অসাধারণ অভিনয় সবার।আমাকে অনেক আবেগি করে তোলেছিলো।ধন্যবাদ লেখক, পরিচালক কলাকুশলী সকলকে।
বাস্তবতার পুরাই মিল নাটক টা অসাধারণ হইছে❤❤❤
অজান্তে চোখের কোনায় পানি চলে এলো।
বাবার কথা ভীষণ মনে পড়ে গেলো 😭😭
aitakei bole natok,,, porichalok k onk onk thanks
Oenkk kichu sikha gelo ai natok ta dekhe
Sotti darunnnn ❤❤
Jovan like button 👍
মানুষ কে ভালোবাসতে টাকার প্রয়োজন হয়না
প্রয়োজন শুধু উন্নত মনের মন মানসিকতা
এই নাটকটা দেখে আমার চোখে জল চলে এসেছে
সত্যি অনেক ভালো লাগলো জভান ভাই। এই ধরনের নাটক দিয়ে সমাজে মেসেজ দেবেন 👍🏻